ফুলবাড়িকান্দিতে দুষৃকতিদের আক্রমণে গুরুতর আহত দুই বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত দুই বিজেপি কর্মী৷ উল্লেখ্য ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি সরকার গড়তে চলেছে৷ তারই সুবাদে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি দলের কর্মী সমর্থকরা৷ সংবাদে প্রকাশ গতকাল রাতে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুফান মিয়ার বাড়িতে বাজি পটকা ফাটিয়া আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন৷ অভিযোগ তখনোই একদল দুষৃকতীরা এসে মারপিট চালায়৷ তাতে সোফান মিয়া এবং উনার ভাই অলি মিয়ার উপরে হামলা চালায় এবং তাতে তারা গুরুতরভাবে আহত হয়৷ অলি মিয়া এবং সুফান মিয়া  আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷  এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয়রা খবর পাঠায় কৈলাশহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ৷ সেখানে গিয়ে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *