বেঙ্গালুরু, ৪ মার্চ (হি.স.): ভোটমুখী কর্ণাটকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। এবার কর্ণাটকে ভোটপ্রচারে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দক্ষিণ ভারতের এই রাজ্যের জনগণের কাছে কেজরিওয়াল অনুরোধ জানিয়েছেন, দুর্নীতি থেকে মুক্তি পেতে তাঁরা যেন আপ-কে ভোট দেন।
তিনি বিনামূল্যে বিদ্যুৎ, সরকারি স্কুলে মানসম্মত শিক্ষা এবং রাজ্যের জনগণের জন্য ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কর্ণাটকে তার প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় কেজরিওয়াল বলেন, দুর্নীতির প্রতি তাঁর দলের শূন্য সহনশীলতা রয়েছে।