আড়াই মাসেও পোস্টমোর্টেম রিপোর্ট মেলেনি, পাথারকা‌ন্দির দুই মৃ‌তের প‌রিবা‌রের পক্ষে জেলাশাসকের দ্বারস্থ এমএসএফ

পাথারকান্দি (অসম), ৪ মার্চ (হি.স.) : সড়ক দুর্ঘটনায় মৃত্যু হ‌য়েছিল গত প্রায় আড়াইমাস আগে। এত দিনে পোস্ট‌মোর্টে‌মের রি‌পোর্ট পায়নি পাথারকান্দির দুই মৃ‌ত ব্যক্তির পরিবার। ‌বিষয়‌টি নি‌য়ে অব‌শে‌ষে জেলাশাসক‌কে না‌লিশ জানিয়েছে ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্টস ফেডারেশন (এমএসএফ)।

ফেডারেশনের বরাকভ্যালি জো‌নের ইনচার্জ বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদবের সা‌থে দেখা ক‌রে তাঁর হাতে একটি স্মারকপত্র তুলে দেয়। স্মারকপত্রে তাঁরা এ ঘটনায় করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতাল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে লিখেছেন, গত ২০২২ সালে ১৯ ডিসেম্বর অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক লাগোয়া পাথারকান্দি স্টেট ব্যাংকের সামনে ঈদগাহ সংলগ্ন স্থানে অটো রিকশা ও বলেরোর সংঘর্ষে সমীর আলি (৩২) এবং মহম্মদ ইয়াইয়া (২৮) নামের দুই যাত্রী গুরুতরভাবে আহত হয়ে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উভয়ের মৃত্যু হয়।

পরে সরকারি নিয়মানুযায়ী তাদের মৃতদেহ মর্গে পাঠিয়ে ময়না তদন্ত করা হয়। ময়না তদন্ত শেষে দুজনের মৃতদেহ তাদের পরিবারের হাতে সমঝে দেয় পুলিশ। ‌কিন্তু আজ পর্যন্ত মৃতের দুই পরিবারের হাতে ময়না তদন্তের রিপোর্ট না আসায় তাঁরা নানা অসুবিধার মু‌খে প‌ড়ে‌ছেন। বিষয়‌টি তদন্তক্রমে মৃত‌দের প‌রিবার‌কে আগামী ৭২ ঘণ্টার ম‌ধ্যে ময়না তদন্তের রিপোর্ট পাইয়ে দিতে এমএসএফ-এর কর্মকর্তারা জেলাশাসকের কাছে দা‌বি জানান।

জেলাশাসককে প্রদত্ত স্মারকপ‌ত্রে সংগঠনের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেন পাথারকান্দি ব্লক কমিটির সভাপতি জয়নাল উদ্দিন, আব্দুল হালিম, সুয়েল আহমেদ, সামাদ উদ্দিন প্রমুখ।