দিল্লির মন্ত্রী হওয়ার সম্ভাবনা সৌরভ ও অতীশির, উপ-রাজ্যপালের কাছে নাম পাঠিয়েছেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : দিল্লির মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক সৌরভ ভরদ্বাজ ও অতিশীর। সূত্রের খবর, দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে এই দু’জনের নাম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে অবশ্য আম আদমি পার্টির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে, মঙ্গলবারই দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন। মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর মন্ত্রী কৈলাশ গেহলটকে অর্থ, পরিকল্পনা, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ, স্বরাষ্ট্র, নগর উন্নয়ন, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এবং জল বিভাগ দেওয়া হয়। অন্যদিকে, মন্ত্রী রাজ কুমার আনন্দকে দেওয়া হয়েছে শিক্ষা, ভূমি ও বিল্ডিং, ভিজিল্যান্স, পরিষেবা, পর্যটন, শিল্প সংস্কৃতি ও ভাষা, শ্রম, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিল্প দফতর। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লি সরকারের মন্ত্রী কৈলাশ গেহলট এবং রাজকুমার আনন্দকে অতিরিক্ত দফতরের দায়িত্ব দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাব অনুমোদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *