নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ শনিবার কৈলাশহরে রেলি সংগঠিত করল কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহার নেতৃত্বে এই রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ঊনকোটি জেলা কংগ্রেসের আহ্বানে কৈলাশহরের পথে এক ঐতিহাসিক মিছিল সংঘটিত হয়৷ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান সহ ব্লক ও জেলাস্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা৷ বলা যায় কৈলাশহরের এই ঐতিহাসিক রেলি থেকে রাজ্যে কংগ্রেস নিজেদের শক্তির জানান দিল৷ এই মিছিলটি কৈলাশহর টিলাবাজার এলাকা থেকে শুরু হয় কৈলাশহর পুর পরিষদের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাশহর পাইতুর বাজার নতুন মোটরস্ট্যান্ড এলাকায় সমাপ্ত হয়৷ হুটখোলা গাড়িতে বীরজিত সিনাহাকে সামনে রেখে কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক অংশ নেয় এই মিছিলে৷ মিছিলের আকর্ষণ হিসেবে ছিল ৭টি হাতি৷ উল্লেখযোগ্য বিষয় হলো যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছিল যে আজ বীরজিত সিনহা নমিনেশন দাখিল করবেন৷ সেই সাথে অনুষ্ঠিত হবে রেলি৷ সাংবাদিকদের প্রশ্ণের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান আগামী ৩০ শে জানুয়ারি মনোননয়ন দাখিল করা হবে৷
2023-01-28

