সিয়াচেন কখনও ফাঁকা রাখা হবে না, জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর

manohar parikkarনয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : সিয়াচেন কখনও ফাঁকা রাখা হবে না| সবসময় সিয়াচেন হিমবাহের সর্বোচ্চ পয়েন্টে সালতোরো রিজে কড়া পাহারায় মোতায়েন থাকবেন ভারতীয় সেনা জওয়ানরা| শুক্রবার এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর| তিনি বলেন, পাকিস্তানের কখনও বিশ্বাস নেই, কৌশল করে তা দখল করে নিতে পারে শত্রুরা|
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা যদি সেখান থেকে সেনা প্রত্যাহার করে জায়গা ফাঁকা করে দিই, শত্রুদের তা দখল করতে সুবিধাই হবে| তাতে অনেক বেশি মানুষের মৃতু্য হবে| ১৯৮৪ সালের সিয়াচেনের স্মৃতি সেই বিতর্ককেই উস্কে দেয়|
তিনি আরও বলেন, আমি জানি, এজন্য আমাদের মূল্যও দিতে হয়েছে| সেখানে পাহারায় থাকা বহু সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন| তাঁদের প্রতি আমার অসীম শ্রদ্ধা| কিন্তু আমাদের সেখানে এই ব্যবস্থা রাখতেই হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *