শান্তিরবাজার(ত্রিপুরা), ২৭ জানুয়ারি(হি. স.) : দক্ষিণ জেলায় চারটি বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এদিন সাব্রুম, মনু, জোলাইবাড়ি এবং শান্তিরবাজার কেন্দ্রে সিপিএম প্রার্থীরা রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়ন জমা দিলেন।
এদিন সিপিএম প্রার্থীর মিছিল করে মনোনয়ন জমা দিয়েছেন। শান্তিরবাজার কেন্দ্রে সিপিএম প্রার্থী সত্যজিত রিয়াং মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অভেদানন্দ বৈদ্য এবং জোলাইবাড়ি কেন্দ্রে সিপিএম দেবেন্দ্র ত্রিপুরা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিপুল দাসের কাছে মনোনয়ন জমা দিয়েছেন।