খোয়াইয়ে রামঠাকুর সেবাশ্রমে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৭ জানুয়ারী৷৷  খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের বিমানবন্দর মাঠ লাগোয়া রামঠাকুর সেবাশ্রমে চুরি কান্ড সংঘটিত করল নিশি কুটুম্বরা৷ ভোররাতে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের বিমানবন্দর মাঠ লাগোয়া রামঠাকুর সেবাশ্রমে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে রাম ঠাকুর সেবাশ্রমের প্রতিটি ঘরের দরজা ভাঙার চেষ্টা করে এক চোর৷দরজা ভাঙতে অসমর্থ হয়ে পরবর্তীতে গ্লাস ভেঙ্গে বড় মন্দিরে প্রবেশ করে  মন্দিরে থাকা প্রণামি বাক্স দা দিয়ে ভেঙ্গে টাকাগুলি একত্রিত করে মন্দির চত্বর থেকে চম্পট দেয় সুমন নমঃশূদ্র নামে ওই চোর৷ পরবর্তীতে সকালে পুরোহিত এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুরো ঘটনাটি মন্দিরে থাকা সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে৷ সিসিটিভির ক্যামেরায় সুমন নমঃশূদ্রকে সনাক্ত করে গ্রেফতার করে পুলিশ৷ খোদ শহরের প্রাণ কেন্দ্রে ভোররাতে এইরকম চুরি কান্ডের ঘটনায় রীতিমত প্রশ্ণচিহ্ণ এঁকে দিচ্ছে  নিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷