BRAKING NEWS

হাতাইকতর ইকোপার্কে ৪থ হর্নবিল উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়ার হাতাইকতর ইকোপার্কে আজ ৪থ হর্নবিল উৎসবের উদ্বোধন হয়েছে৷ বন দপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়৷ উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়৷ উৎসবের উদ্বোধন করে শ্রীমতি রায় বলেন, হর্নবিল উৎসবের মাধ্যমে হাতাইকতর ইকোপার্কে জাতি জনজাতির মধ্যে এক মেলবন্ধন তৈরি হয়েছে৷ তিনি বলেন, হর্নবিল প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য ২০২০ সাল এই উৎসব শুরু হয়েছে৷ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই প্রয়াস নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে শ্রীমতি রায় বলেন, বর্তমান সরকার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে৷ রাজ্যের বিভিন্ন পর্যটন স্থানগুলিতে বর্তমানে দেশ বিদেশের পর্যটকরা আসছেন৷ এটা রাজ্য সরকারের ক’তিত্ব৷ বর্তমান সরকার ত্রিপুরার প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরেছে৷
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে এস শেঠি, গোমতী জেলার ডিএফও নিরজ কুমার চঞ্চল৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপিসিসিএফ অ্যাণ্ড সিডব্লিউএলডব্লিউ প্রবীণ আগরওয়াল৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি হরিশঙ্কর পাল, খোয়াই জিলা পরিষদের সদস্য রি’ত সরকার, তেলিয়ামুড়া বিএসির চেয়ারম্যান ভি রাঙ্খল প্রমুখ৷ ধন্যবাদ জ্ঞাপন করেন খোয়াই জেলার ডিএফও অক্ষয় বি ভোর্দা৷ অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, ফুটবল, হকি খেলা, প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা প্রতিযোগীদের পুরস্ক’ত করা হয়৷ তাছাড়া ৫৪টি স্বসহায়ক দলকে ঋণ দেওয়া হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *