হাইলাকান্দির নিশ্চিন্তপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত ড্রাগস, ধৃত মহিলা

হাইলাকান্দি (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দিতে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের এক অভিযানে গ্রেফতার হয়েছেন জনৈক মহিলা।

জানা গেছে, এক গোপন সূত্রের খবরে আজ বুধবার হাইলাকান্দি সদর পুলিশ মনাছড়ার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালায়। ওই অভিযানে স্থানীয় তসলিমা বেগম লস্কর নামের এক মহিলার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশের অভিযানকারী দল বাজেয়াপ্ত করে ১১.৭ গ্রাম সন্দেহযুক্ত ব্রাউন সুগার। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩৪,৯০০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের হ্যান্ডসেট।

তসলিমা বেগম লস্করকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, পুলিশের হাতে গ্রেফতার মহিলার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল স্থানীয়দের। কিন্তু তাকে হাতেনাতে ধরা সম্ভব হচ্ছিল না পুলিশের। বুধবার ফের অভিযোগ আসলে অভিযানে নামে পুলিশ। এতে সাফল্য আসে।