বীরভূমে পুলিশি অভিযানে আটক সাড়ে ১৭ টন কয়লা, গ্রেফতার ১

বীরভূম, ২৫ ডসেম্বর (হি.স.) : বীরভূমে রাতের অন্ধকারে কয়লা বোঝাই লরি আটক করল পুলিশ। শবিবার রাতে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়লা বোঝাই একটি লরি আটক করল সদাইপুর থানার পুলিশ আধিকারিকরা। গাড়িটিতে সাড়ে ১৭টন কয়লা ছিল বলে খবর। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, কয়লাবোঝাই গাড়িটি দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। তখনই সেটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। শেখ ছোটন ওরফে লাদেন নামে ঐ গাড়ির চালককে গ্রেফতার করা হয়। আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত অক্টোবরেই বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস ঘিরে হইচই পড়ে যায়। সে বার গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন পাচারকারীকে।