ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। অমরপুরেও চলছে ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। অমরপুর ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে সোমবার অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল তিন উইকেটে জয়ী হয়েছে। হারিয়েছে চারুভারতী শিক্ষা সদনকে। চন্ডিবাড়ি গ্রাউন্ডে সীমিত চল্লিশ ওভারের ম্যাচ। টস জিতে শিক্ষা সদন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে তারা ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অতিরিক্ত খাতে প্রাপ্ত ৫০ রান তাদের অন্যতম। ইংলিশ মিডিয়াম স্কুলের আবরিত সাহা, বিরাজ দেব দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল দল ২৯ ওভার ১ বল খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তারাও অতিরিক্ত পেয়েছে ৩৫ রান। এছাড়া, উদয়ন পালের ১২ এবং আদিত্য সাহার ১৭ রানের পর বিভোর সাহা (১০) শেষ দিকে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। শিক্ষা সদনের আনুস দাস ও দীপ প্রান্ত সাহা দুটি করে উইকেট পেয়েছে।
2022-12-19