BRAKING NEWS

করিমগঞ্জের কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন বিজেপি রাজ্য সভাপতির ভবেশ কলিতা

করিমগঞ্জ (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : আগামীকাল শুক্রবার করিমগঞ্জ আসছেন ভারতীয় জনতা পার্টির রাজ‍্য সভাপতি ভবেশ কলিতা । এক দলীয় কর্মী সম্মেলনে যোগ দিবেন বলে জানা গেছে বিজেপি সূত্রে ।

জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ রাজ্য সভাপতিকে বদরপুর ঘাটে সংবর্ধনা জ্ঞাপন করবেন। সেখান থেকে তাঁকে সড়ক পথে করিমগঞ্জ নিয়ে আসার পথে করিমগঞ্জ সেনকো পেট্রোল পাম্প সম্মুখে উনাকে যুব মোর্চার কর্মীরা মোটরসাইকেল রেলি করে করিমগঞ্জ আবর্ত ভবনে নিয়ে আসা হবে। বেলা দুই ঘটিকায় জেলা মহিলা মোর্চার কর্মীরা জেলা গ্রন্থাগারে রাজ্য সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। তারপর জেলা বিজেপির কার্যকর্তা সম্মেলনে তার মূল‍্যবান বক্তব্য রাখবেন। সভাশেষে জেলা বিজেপির পদাধিকারীদের সঙ্গে এক বর্ধিত সভায় অংশগ্রহণ করবে। এরপর তিনি শিলচর অভিমুখে যাত্রা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *