BRAKING NEWS

আজ অমরপুরে উপনির্বাচন

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাত পোহালেই ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ তাই শুক্রবার সকাল ১০টা হইতে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৫১টি বুথ কেন্দ্রের ইভিএমগুলি বন্টন করা হয়েছে৷ কড়া নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে ভোট কর্মীরা ইভিএমগুলি নিয়ে বুথমুখী হয়েছেন৷ ৫১টির মধ্যে একটি বুথ সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত করা হবে৷ মহকুমা পুলিশ আধিকারীক অনির্বান দাস জানান, স্পর্শকাতর ৮টি বুথে ৮ জন ও বাদবাকি বুথগুলিতে ৪ জন করে আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে৷ নির্বাচনের জন্য মোট ৫ কোম্পানী আধা সামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *