ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। এক দুজন করে ক্রিকেটার তুলে নিয়ে ঘর গোছানোর কাজে ব্যস্ত প্রায় প্রতিটি ক্লাব দল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলো ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বে প্রথম সারির খেলোয়াড়দের সই করিয়ে নিচ্ছেন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে পাঁচ দিনে এ পর্যন্ত ৩৬ জন ক্রিকেটার দলবদলের খাতায় সই করেছেন। আজ পঞ্চম দিনে এমন তিনজন ক্রিকেটার রয়েছেন যাঁরা টোকেন তুলেছেন তবে কোন্ দলের হয়ে খেলবে বলে আগ্রহ প্রকাশ করেন নি। অভিজিৎ দেববর্মা হার্ভে থেকে, সঞ্জয় মজুমদার সংহতি থেকে এবং সৌরভ সাহা ইউনাইটেড বিএসটি থেকে টোকেন তুলেছেন। উল্লেখ্য, ইউনাইটেড বিএসটি, মৌচাক, হার্ভে, ব্লাড মাউথের মতো স্ফুলিঙ্গ, ইউনাইটেড ফ্রেন্ডসও আজ ময়দানে নেমেছে। পোলস্টার থেকে বেরিয়ে গোবিন্দ সাহা এবং মৌচাক থেকে বেরিয়ে সাগর সরকার ইউনাইটেড বিএসটি’র হয়ে খেলবেন বলে সই করেছেন। স্ফুলিঙ্গ থেকে বেরিয়ে অভিরাজ বিশ্বাস এবং ওপিসি থেকে বেরিয়ে রিমন্ড দেববর্মা মৌচাকের পক্ষে স্বাক্ষর করেছেন। পোলস্টার থেকে নাম প্রত্যাহার করে শ্রীনিবাস দাস হার্ভের পক্ষে সই করেছেন। জয়ন্ত ভট্টাচার্যও পোলস্টার থেকে বেরিয়ে ব্লাডমাউথের পক্ষে সই করেছেন। বিসিসি থেকে বিক্রম কুমার দাস এবং ব্লাডমাউথ থেকে মনিশংকর মুরাসিং স্ফুলিঙ্গের হয়ে খেলবেন বলে সই করে সেরা চমক তৈরি করেছেন। একইভাবে হার্ভে থেকে পারভেজ সুলতান এবং চলমান সংঘ থেকে শুভম ঘোষ ইউনাইটেড ফ্রেন্ডস-এর হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে সই করার মধ্য দিয়ে অনেকেরই নজর কেড়েছেন। ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বের বাকি দিনগুলোতে আরও কিছু চমক অপেক্ষা করছে বলে ক্রিকেট মহলের ধারণা।