চেন্নাইয়ে কোচবিহার ট্রফি ক্রিকেট নিশ্চিত পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা

তামিলনাড়ু-‌৪৬৭/‌৮

ত্রিপুরা-‌১৫০ & ‌‌৭১/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। নিশ্চিত পরাজয়ের মুখে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে। শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে ত্রিপুরার দরকার আরও ২৪৬ রান। হাতে রয়েছে ৭ উইকেট। ফলে মরশুমের শেষ ম্যাচে পরাজয় নিশ্চিত ত্রিপুরার। পাশাপাশি নকআউটে যাওয়ার স্বপ্নও ধূলিসাৎ হলো আনন্দ ভৌমিকদের। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। তামিলনাড়ুর আই সি এল শঙ্কা নগর মাঠে অনুষ্ঠিত মাঠের ২২ গজে তামিলনাড়ুর ব্যাটসম্যানরা যেখানে দাপটের সঙ্গে ব্যাট করেছেন সেখানে লুটিয়ে পড়লেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। হয়তোবা বিপক্ষের বিশাল রানের চাপে। তামিলনাড়ুর ৪৬৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষেই চাপে পড়ে গিয়েছিলো ত্রিপুরা। সোমবার তৃতীয় দিনের মধ্যান্নভোজের পরই গুটিয়ে পড়ে ত্রিপুরার প্রথম ইনিংস। সাময়িক কিছুক্ষণ উইকেটে থাকার চেষ্টা করলেও রাজ্যদলের কোনও ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি। ত্রিপুরার পক্ষে দলনায়ক আনন্দ ভৌমিক ৯৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, রাজদীপ দত্ত ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬, দেবরাজ দে ৪৫ বল খেলে  ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং আরমান হুসেন ৮২ বল খেলে ১৯ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান উইকেটে টিকে থাকতে পারেননি। তামিলনাড়ুর পক্ষে আকাশ দেবকুমার (‌৪/‌৪৫), সি ভি অচ্যুৎ (‌২/‌১৭) এবং পি ভিগনেশ (‌২/‌২৯) সফল বোলার। ৩১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সংকটে পড়ে ত্রিপুরা। একসময় দ্রুত ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো  রাজ্যদল। ওই অবস্থায় আরমান হুসেন ও দলনায়ক আনন্দ ভৌমিক কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দিনের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে যান। আনন্দ ৫৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং আরমান ৭০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান। নবারূন চক্রবর্তী (‌৮), দ্বীপজয় দেব (‌৭) এবং সপ্তজিৎ দে (‌২) চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তামিলনাড়ুর পক্ষে সি ভি অচ্যুৎ (‌২/‌২৯) সফল বোলার। পারবে কী শেষ দিনে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা জ্বলে উঠতে?‌ এবং পরাজয় রুখতে।‌‌‌‌‌‌‌