ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বে আজ ১২ জন ক্রিকেটার শামিল হয়েছেন। ব্লাড মাউথ ইউনাইটেড বিএসটি’র পাশাপাশি ওল্ড প্লে সেন্টার, কসমোপলিটন এবং পোলস্টার ক্লাবও আজ উদ্যোগ নিয়েছে ঘর গোছানোর জন্য। ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চার দিনে আজ এখন পর্যন্ত ২৩ জন ক্রিকেটার দলবদলের খাতায় সই করেছেন। মাঝে একদিন অবশ্য ছুটির দিন ছিল। শনিবার ইউনাইটেড বিএসটি থেকে একমাত্র রাহুল হোসেন ব্লাডমাউথের হয়ে খেলবেন বলে দলবদলের খাতায় সই করেছেন। সোমবার মনির হোসেন শতদল সংঘ থেকে, অনিক পাল মৌচাক ক্লাব থেকে এবং দেবতনু পাল বনমালীপুর ক্রিকেট ক্লাব থেকে ব্লাড মাউথের হয়ে খেলার উদ্দেশ্যে টোকেন জমা দিয়েছেন। একইভাবে অরূপ সিংহ রায় ও রূপায়ণ ঘোষ পোলস্টার থেকে এবং মনোজিৎ দাস কসমোপলিটন থেকে ইউনাইটেড বিএসটি-র হয়ে খেলবেন বলে সই করেছেন। পাশাপাশি সাহিল সুলতান কসমোপলিটন ছেড়ে ওল্ড প্লে সেন্টারের পক্ষে, সৌরভ দাস চলমান সংঘ ছেড়ে কসমোপলিটনের পক্ষে এবং কিষান মুরাসিং মৌচাক ছেড়ে পোলস্টারের হয়ে খেলবেন বলে সই করেছেন। অর্জুন দেবনাথ কসমোপলিটন ক্লাব এবং দেবোত্তম ঘোষ ব্লাড মাউথ থেকে টোকেন তুলেছেন ঠিকই, কিন্তু কোনও ক্লাবের হয়ে খেলার আগ্রহ জানিয়ে টোকেন জমা করেননি।
2022-12-05

