ইয়াসের দুর্দান্ত ব্যাটিং, প্রস্তুতি ম্যাচে ফের জয়ী প্রগতি পি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। ফের দাপুটে জয় প্রগতি প্লে সেন্টারের অনুর্ধ ১৩ ক্রিকেটারদের। শুক্রবার ডক্টর বি আর আম্বেদকর মাঠে প্রগতি শিবির মুখোমুখি হয় এন এস আরসিসি দলের। ম্যাচে প্রগতির খুদেরা ১১ রানের ব্যবধানে হারিয়ে দিলো এন এস আরসিসিকে। টসে জয়লাভ করে প্রগতি শিবির প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৯৯ রান। ব্যাট হাতে দলের হয়ে ইয়াস দেববর্মা সর্বাধিক ৫৩ রান করে। এছাড়া সায়ন দেব ২৯, শ্রেষ্ঠাংশু দেব ২৫,ঋধ্যিমান কর ১৪ রান করে। পাল্টা খেলতে নেমে এন এস আরসিসি দল সাত উইকেটের বিনিময়ে ৪০ ওভারে ১৮৮ রানই করতে সক্ষম হয়। বিজয়ী দলের হয়ে অর্পণ করে দুটি এবং অনিকেস বিশ্বাস ও আয়ুস সরকার একটি উইকেট দখল করে। সুবাদে জয়ের সফলতা অর্জন করেই মাঠ ছাড়তে সক্ষম হলো প্রগতির খুদে ক্রিকেটাররা।