উত্তর দিনাজপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ছয়জন

উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর (হি.স.) : বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা আবগারি দফতর। ধৃতদের নাম প্রকাশ চৌহান, উত্তম কুমার, জিতু কুমার, বিকাশ প্রসাদ যাদব, সঞ্জীব কুমার এবং সুরেন্দ্র কুমার। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা।

জানা গেছে, রবিবার সকালে ব্লক চকের কাছে কিষাণগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে চেকিংয়ের সময় আবগারি দফতরের আধিকারিকরা দুটি চার চাকার গাড়ি থামায়। যানবাহন তল্লাশি করে ৯৭৯ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর অবৈধ মদ পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের কিষাণগঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে উত্তরবঙ্গ থেকে বিহারের কাটিহারে মদ নিয়ে যাওয়া হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *