হাওড়া, ২৬ নভেম্বর (হি. স.) : কল সেন্টারের আড়ালে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে প্রতারণা চক্রের হদিশ পাওয়া গেল। খবর পেয়ে শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হানা দেয়। সেখান থেকে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা।
পুলিশ সূত্রে খবর, আমাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন কোম্পানির কেনাকাটার বিল বাকি আছে, এই সূত্র ধরে সেখান থেকে সাধারণ ক্রেতাদের প্রতারণা করা হত। এছাড়াও ব্যাঙ্কে ঋণ পাইয়ে দেওয়া অথবা নানারকম টোপ দিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নিতেন কর্মীরা। তারপর সেই টাকা দেশ বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া দেওয়া হত। প্রাথমিক তদন্তে জানা যায়, বেশিরভাগ টাকা আমেরিকায় পাঠানো হয়েছে।
সূত্রের খবর, গত দেড় বছর ধরে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ওয়েবেল আইটি পার্কে সরকারের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে কল সেন্টার চালাচ্ছিল একটি কোম্পানি। সেখানে দিনের চেয়ে রাতেই বেশি কাজ হত। ওই কোম্পানির কর্মীদের অন্য একটি কোম্পানির অধীনে কাজ করানো হত। কর্মীদের পরিচয়পত্র ওই নামেই দেওয়া হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে প্রতারণা এবং বেআইনিভাবে কল সেন্টার চালানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় হাওড়া সিটি পুলিশের সাইবার সেল মামলা শুরু করেছে।

