শিলং, ২৪ নভেম্বর (হি.স.) : তিনদিনের সফর সূচি নিয়ে অশান্ত মেঘালয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন মমতা।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সকালে অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মুকরোহ গ্রামে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক আটক করাকে কেন্দ্র করে গোলাগুলি করতে হয়েছিল অসম পুলিশকে। অসমের জঙ্গল থেকে গাছ কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় অসম পুলিশ ও বনরক্ষীর দলের ওপর বন্দুক, দা, তরোয়াল, লাঠি-গদা ইত্যাদি নিয়ে হামলা চালায় চোরাকারবারি-সমর্থিত মেঘালয়ের প্রায় দুশো দুর্বত্ত। ওই দলে সংলগ্ন গ্রামের (মেঘালয়) বহু মহিলাও ছিলেন। আত্মরক্ষায় পুলিশকে গুলি চালাতে হয়। এতে অসমের বনরক্ষী বিদ্যাসিং এবং মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর পাঁচ সহ মোট ছয়জন নিহত হয়েছিলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মর্মান্তিক ওই ঘটনায় শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ওই ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে মেঘালয় সরকারের অদক্ষতা প্রকাশ্যে এসে গেছে।
টুইটারে টিএমসি নেতা বলেছিলেন, হিংসাত্মক ঘটনাটি এমডিএ সরকারের নিজেদের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ। মেঘালয়ের মানুষ কতদিন ভয় ও নিরাপত্তাহীনতায় বাস করবেন এবং কতদিন এই অবিচার চলবে সে প্রশ্নও তুলেছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ট্যাগ ব্যঙ্গা করেছিলেন।