ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। গুজরাট ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। ২৬-২৯ নভেম্বর মরশুমের চতুর্থ ম্যাচে ত্রিপুরা খেলবে গুজরাটের বিরুদ্ধে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। আপাতত ৩ ম্যাচ খেলে ত্রিপুরা ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং গুজরাট ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। শেষ ম্যাচে মিজোরামের বিরুদ্ধে ত্রিপুরা জয় পেলেও গুজরাট হেরে গিয়েছিলো বাংলার বিরুদ্ধে। এই ম্যাচটি ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নকআউটে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে হলে গুজরাট বধ দরকার ত্রিপুরার। তা মাথায় রেখেই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছেন আনন্দ ভৌমিক-রা। বৃহস্পতিবার সকালে প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করেন দুর্লভ-রা। মিজোরাম ম্যাচে জয় পেলেও বেশ কিছু দুর্বলতা নজরে পড়ে কোচের। ওই দুর্বলতাগুলো অনুশীলনের মাধ্যমে কাটিয়ে তোলার চেষ্টা করেছেন কোচ। এদিন রাজ্যদলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। গুজরাট ম্যাচে ভালো ফলাফল করে রাজ্যকে নকআউট পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর প্রতিটি ক্রিকেটার। অনুশীলনে অন্তত এরই ছাপ লক্ষ্য করা গেছে। কোচেরও সজাগ দৃষ্টি ছিলো অনুশীলনে। কারোর কোনও ভুল দেখলে সঙ্গে সঙ্গেই শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। এদিকে রুদ্র প্যাটেলের নেতৃত্বে গুজরাট দলের ক্রিকেটারাও এদিন দীর্ঘসময় অনুশীলন করে নেন। বাংলা ম্যাচের ব্যর্থতা ভুলে ত্রিপুরার বিরুদ্ধে ঘুরে দঁাড়াতে মরিয়া রুদ্র ময়ুর-রাও।
2022-11-24