তিলোত্তমার তাপমাত্রা ফের নিম্নমুখী; তবুও স্বাভাবিকের ঊর্ধ্বে, কমেছে শীতের আমেজ

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): শীতের মু‌খে কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, প্রকৃতির উলোটপুরান বলাই যেতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও স্বাভাবিকের ঊর্ধ্বে ছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। যদিও, আগের দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে, মঙ্গলবার তা কমে ১৮ ডিগ্রির ঘরে পৌঁছেছে।

নিম্নচাপের প্রভাব বেশি সময় থাকবে না বলেই মত আবহবিদদের। তাঁরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ফের তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহেই ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ কেটে গেলে শীত পড়বে জাঁকিয়ে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলার আকাশ ছিল একেবারে পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৯.৭ সেলসিয়াসের মধ্যেই থাকবে। কলকাতায় তুলনামূলকভাবে শীত কমলেও, দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে শীতের আমেজ, তবে রাত ও ভোরের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *