নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার উত্তরপ্রদেশ থেকে এক সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করল এনআইএ| পুলিশ জানায়, ধৃতের নাম আব্দুস সামি কুয়াসমি| এই নিয়ে গত একমাসে ২০ জন আইএস সদস্যকে গ্রেফতার করল এনআইএ|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের বাসিন্দা আব্দুস সামি কুয়াসমি| সম্প্রতি আব্দুস আইএস সমর্থিত ক্যালিফেট-র সমর্থনে উত্তেজনামূলক মন্তব্য করেছে বলে অভিযোগ| আব্দুসের ওই মন্তব্য ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে| এই মন্তব্য শোনার পরই আব্দুস সামির বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় ওয়ারেন্ট ইসু্য করে দিল্লির এনআইএ আদালত| এনআইএ-র এক আধিকারিক জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই উত্তরপ্রদেশের হারদোই থেকে আব্দুসকে গ্রেফতার করা হয়েছে| আব্দুস দেশে কোনও জঙ্গি সংগঠনের শাখা বিস্তারের ষড়যন্ত্র বা নাশকতা হানার পরিকল্পনা করছে কিনা, সেব্যাপারে তদন্ত শুরু হয়েছে| তবে দেশের বিভিন্ন প্রান্তে যুব সম্প্রদায়কে দেশদ্রোহী কাজের জন্য আব্দুস অনুপ্রেরণা দিত বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে|