আগরতলা, ১৭ নভেম্বর (হি. স.) : শিক্ষাঙ্গনে ছাত্রকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের মারে ছাত্রের আহত হয়ে একমাস যাবত চিকিত্সাধীন থাকার ঘটনায় বিচার চেয়েছে সংগঠন। আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে এসএফআই।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণির ছাত্র অনুরাগ রায় শিক্ষকের মারে গুরুতর আহত হয়েছে। প্রচন্ড মারধোরের ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছুদিন আগে তাকে বহিরাজ্যে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে। প্রায় একমাস যাবত তার চিকিত্সা চলছে, কিন্তু এখনো ওই ছাত্র পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি।
ওই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক গৌতম রুদ্রপালের বিরুদ্ধে ছাত্রকে প্রচন্ড মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষকের নিকট এসএফআই সদর বিভাগীয় কমিটির এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়েছে। তাঁদের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এদিন ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত ছিলেন অভিজিৎ দে, সৌরজ ব্যানার্জী সহ অন্যান্যরা। শিক্ষাঙ্গনে ছাত্রদের মারধরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে এসএফআই সদর বিভাগীয় কমিটির সম্পাদক ক্ষোভ প্রকাশ করেছেন।