ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। প্রথম ইনিংসে লিড ত্রিপুরার। তাও বাংলার বিরুদ্ধে। কোচবিহার ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে দুই রানে লিড নেওয়ার দারুন খবর রয়েছে ক্রিকেট আঙ্গিনায়। কলকাতার কল্যাণীতে চার দিনের ম্যাচে তৃতীয় দিনের খেলা আজ, সোমবার শেষ হয়েছে। যতদূর মনে হচ্ছে ম্যাচটি অমীমাংসিত অবস্থায় ড্র-তে নিষ্পত্তি হবে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে ত্রিপুরা দল ৩ পয়েন্ট পাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। ত্রিপুরা দল এই মুহূর্তে ১২ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। ত্রিপুরা শিবিরে পুরো ১০ উইকেট বর্তমান। আগামীকাল অন্তিম দিনের প্রথম বেলায় তড়িঘড়ি কিছু রান তুলে বাংলার সামনে চ্যালেঞ্জ ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয় তো ত্রিপুরার টিম ম্যানেজমেন্টের নেই। কেননা এতে বিষয়টা ঝুঁকিপূর্ণ হতে পারে। সম্ভব হলে ত্রিপুরার ছেলেরা দিনভর টিকে থেকে ম্যাচটাকে ড্রয়ের দিকেই ধাবিত করবে। তৃতীয় দিনে বাংলার ছেলেরা আজ ৮২ রানের পাশাপাশি আট উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে ২৩৮ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমিত নাগ দুর্দান্ত শতরান (১০১) পায়। এছাড়া রনিত দেবের ৪৩ রান ও শশাঙ্ক সিং-এর চল্লিশ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার বোলার দেবরাজ দে ৯০ রানে তিনটি এবং আনন্দ ভৌমিক ৩০ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া রাজদীপ দত্ত ও দীপ্তনু চক্রবর্তী পেয়েছে একটি করে উইকেট। প্রথম ইনিংসে ত্রিপুরা দুই রানে লিড পায়। দিনের খেলার শেষ সময়ে রাজ্য দল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫ ওভার খেলে বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করে। দীপজয় দেব ৪ রানে এবং প্রীতম দাস দুই রানে উইকেটে রয়েছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে ত্রিপুরার দল ৩২২ রান সংগ্রহ করেছিল।
2022-11-14