ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। হায়দ্রাবাদ জয়ের পর আগামীকাল চন্ডিগড়ের মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। বিজয় হাজার ট্রফি ক্রিকেটে। পালামের এয়ারফোর্স মাঠে হবে ম্যাচটি। দুদলই আপাতত দুটি করে ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় পেয়েছে। চন্ডিগড় শেষ ম্যাচে শক্তিশালী গুজরাটকে পরাজিত করেছিলো। ম্যাচে দলনায়ক মামন ভোরা শতরান করেছিলেন। এছাড়া এ কে কৌশিক এবং আজলান খান অর্ধশতরান করেছিলেন। ত্রিপুরার হয়ে বিশাল ঘোষের চোখঝলসানো শতরান দলীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এছাড়া পেশাদার ক্রিকেটার দীপক ক্ষাত্রী অর্ধশতরান করেছিলেন। দুদলই শেষ ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা। সোমবার বিশ্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। পালামের উইকেট দ্বিতীয়ার্ধে ব্যাটসম্যানদের সহায়ক হয়। তাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে। লক্ষ্য বিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিয়ে আসরের দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়া। চন্ডিগড় জয় নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররাও। সম্ভবত হায়দরাবাদ ম্যাচের দলই রেখে দেওয়া হবে চন্ডিগড় ম্যাচে। তবে আজ সকালে উইকেট দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট।
2022-11-14