নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো এক জমকালো সাংসৃকতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রামের শিল্পী ত্রিসা দাস রুবেল এবং প্যাভেল যোগদান করে৷ তাছাড়া স্থানীয় শিল্পীরা তাদের শিল্পনৈপূণ্য প্রদর্শন করে৷ ধর্মনগর প্রেসক্লাব এবং বি টিভি ত্রিপুরার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সন্ধ্যায় উদ্বোধনের পর স্বাগত ভাষণ রাখেন প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন শুরু হয় চিত্রাঙ্গদা গুরুকুল কলা মন্ডল প্রভৃতি স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত তাদের শিল্প নৈপুণ্য৷ বিটিভি ত্রিপুরা কর্ণধার মনীষা পাল চৌধুরী এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ধর্মনগর প্রেসক্লাব এবং ধর্মনগর বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে৷ এই অনুষ্ঠানে একদিকে যেমন ছিল রুবেলের ন্ট্রে আধুনিক গান তেমনি ছিল পাভেলের ন্ট্রে লোকসংগীত এর সারমর্ম ভরা এক উপস্থাপনা৷ অপরদিকে ত্রিশাদাস হলভর্তি মানুষকে নাচিয়ে আনন্দ প্রদান করে৷ তারপর শুরু হয় বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে পুরস্কার বিতরণ৷ শ্রেষ্ঠ থিমের পূজার জন্য এগিয়ে চলো ক্লাব, শ্রেষ্ঠ প্রতিমার জন্য পদ্মপুর ক্লাব শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য জেলরোড ক্লাব এবং শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য নবরাগ সংঘকে পুরসৃকত করা হয়৷ একইভাবে দীপাবলীর জন্য শ্রেষ্ঠ উপস্থাপনায় বয়েজ ক্লাব শ্রেষ্ঠ কারুশিল্পের জন্য এথলেটিক ক্লাব এবং শ্রেষ্ঠ প্রতিমার জন্য রামেশ্বরের আধুনিক দেশবন্ধু সংঘকে পুরস্কারে ভূষিত করা হয়৷ একই নির্বাচনের ওপর ভিত্তি করে বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে ও ক্লাবগুলিকে পুরস্কার প্রদান করা হয়৷ বাংলাদেশের শিল্পীরা যেভাবে ধর্মনগরের মানুষকে মাতিয়ে মন জয় করা যায় তাতে ধর্মনগরবাসীরা প্রেস ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন
2022-11-14