রামকৃষ্ণনগর (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ভাইকিং মেলার উদ্বোধন হয়েছে। আজ রবিবার রামকৃষ্ণনগর শহরের ঐতিহ্যবাহী তথা সুনামধন্য ভাইকিং ক্লাবের ৪৭-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বাৎসরিক ভাইকিং মেলার শুভ উদ্বোধন করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিদাতা তথা ক্লাবের প্ৰধান উপদেষ্টা সুভাষচন্দ্র দত্ত, বিজেপির মণ্ডল সভাপতি রঞ্জিত কর, রামকৃষ্ণনগর পুর সভানেত্রী ও উপ-সভানেত্রী প্রতিমা নাথ, হিমাংশু দেব, মৃগাঙ্ক দত্তচৌধুরী, শরদিন্দু নাথ মজুমদার, বিকাশরঞ্জন সিংহ সহ দলীয় কার্যকর্তাগণ।