করিমগঞ্জ (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : রাজ্য সরকারের অন্যতন শরিক দল অসম গণ পরিষদের মহিলা শাখা অসম মহিলা পরিষদের করিমগঞ্জ জেলা কার্যনিবাহক সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার। জেলা সভানেত্রী অৰ্চনা দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মহিলাদের অরুণোদয় প্রকল্প নিয়ে আলোচনা হয়। বহু মহিলা এই প্রকল্প থেকে এখনও দূরে থাকার বিষয়ে আলোচনা হয়েছে আজকের সভায়।
সভায় জানানো হয়েছে, সবাই যাতে অরুণোদয় পান সে জন্য তদ্বির চালানো হচ্ছে। এছাড়া গ্রামে বহু মহিলা কৃষিকাজ সহ গরু, ছাগল পালন করে রোজগার করছেন। তাদেরকে যাতে কৃষি বিভাগ থেকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়া যায় এ নিয়ে আলোচনা হয়েছে।
দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য পেশ করেন সভানেত্রী অর্চনা দত্ত, জেলা অগপ সভাপতি এমএইচ তাপাদার, জেলা সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, বদরপুর বিধান পরিষদের সভাপতি মাশুক আহমেদ, দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদের সভাপতি রিজু আহমেদ, কৃষক পরিষদের জেলা সভাপতি হোসেন আহমেদ। উপস্থিত ছিলেন বদরপুর বিধান পরিষদের সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ, সোমা দত্ত, আদিত্য দে, সোমা দাস, স্বপ্না বেগম, সানু বেগম সহ শতাধিক মহিলা।