শিবসাগর (অসম), ১০ নভেম্বর (হি.স.) : শিবসাগর এবং চড়াইদেও জেলার তিনটি স্বশাসিত পরিষদীয় এলাকার দুটি যথাক্ৰমে কটিয়রি ও রাজাবাড়ি দখল করেছে বিজেপি-অগপ জোট। এছাড়া টেঙাপানিতে জয়ী হয়েছেন কংগ্ৰেস প্ৰাৰ্থী সোনেশ্বর দেউরি।
কটিয়রি কেন্দ্রে বিজেপি প্ৰাৰ্থী হিরণজিৎ বীরেশ্বর দেউরি ১০৯টি ভোটে জয়লাভ করেছেন। ওই কেন্দ্রে বিজেপির হিরণজিৎ বীরেশ্বর দেউরি পেয়েছেন মোট ৫২৭টি ভোট, কংগ্ৰেসের বসন্ত দেউরি ১১৫টি, রাইজর দলের ধৰ্মেশ্বর দেউরি ৫৬টি এবং নিৰ্দলীয় হরিগোবিন্দ দেউরি পেয়েছেন ৪১৮টি ভোট।
অন্যদিকে থাওড়া বিধানসভা এলাকার অন্তৰ্গত টেঙাপানি পরিষদীয় কেন্দ্রে কংগ্ৰেস প্ৰাৰ্থী সোনেশ্বর দেউরি চারটি (৪) ভোটে বিজয়ী হয়েছেন। সোনেশ্বর দেউরি পেয়েছেন ৩০৮টি ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্ৰাৰ্থী ভবেন দেউরির ঝুলিতে গেছে ৩০৪টি ভোট।
এদিকে রাজাবাড়ি পরিষদীয় কেন্দ্রে ৪৩৫টি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্ৰাৰ্থী ভৈরব দেউরি। বিজেপি প্ৰাৰ্থী ভৈরব পেয়েছেন ৯৭০টি ভোট এবং নিৰ্দলীয় বৈকুণ্ঠ দেউরি পেয়েছেন ৫৩৫টি ভোট।
লক্ষ্যণীয় যে, রাজ্যের শাসক বিজেপি-অগপ জোট তিনটি কেন্দ্র দখলের জন্য অপ্ৰাণ চেষ্টা চালিয়েও দখলে নিতে পারেনি টেঙাপানি কেন্দ্র। জয়ন্তমল্ল বরুয়া, যোগেন মোহন সহ বেশ কয়েকজন মন্ত্ৰী-বিধায়ক ম্যারাথন প্ৰচার চালিয়েছিলেন তিন কেন্দ্রে। তবু সব আসন দখলে নিতে পারেননি তাঁরা।
2022-11-10

