নদীতে ঝাঁপ দিয়ে বাঁচিয়েছেন প্রাণে, বিজেপির টিকিট পেলেন মোরবির প্রাক্তন বিধায়ক কান্তিলাল

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপর সেতু ভেঙে পড়ার দিনে তাঁকে অনেকেই ‘ত্রাতা’-র ভূমিকায় দেখেছিলেন। মোরবির প্রাক্তন বিধায়ক, ৬০ বছরের কান্তিলাল অম্রুতিয়া লাইফ জ্যাকেট পরে নদীতে নেমে বাঁচিয়েছিলেন অনেকের প্রাণ। বিজেপিরই প্রাক্তন বিধায়ক কান্তিলালকে এ বার মোরবি বিধানসভা আসন থেকে টিকিট দিয়েছে বিজেপি। মোরবির বিদায়ী বিধায়ক ব্রিজেশ মার্জাকে এ বার টিকিট দেয়নি দল।

বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এদিন মোট ১৬০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই ১৬০ জনের মধ্যে একজন হলেন মোরবির প্রাক্তন বিধায়ক কান্তিলাল অম্রুতিয়া।

প্রসঙ্গত, গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় সরকারি হিসাবে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত ঝুলন্ত সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল গুজরাটের সংস্থা ‘অরেভা’।