মর্যাদা ও সংরক্ষণের দাবিতে উত্তপ্ত অন্ধ্র, পুড়ল রেল, অবরোধ

Vijayawadaবিজয়ওয়াড়া, ৩১ জানুয়ারি৷৷ পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর মর্যাদা এবং সংরক্ষণের দাবিতে কাপুু সম্প্রদায়ভুক্ত বিক্ষোভকারীরা রবিবার আগুন ধরিয়ে দেয় রত্নাচল এক্সপ্রেসে৷ তাতে ট্রেনটির চারটি বগি পুড়ে ছাঁই হয়ে যায়৷ শুধু তাই নয়, বিক্ষোভকারীরা ট্রেনটির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত করে এবং চারজন রেলকর্মী ও ছয়জন পুলিশকর্মীকে আহত করেন৷ মূলত, পশ্চাৎপদ জাতি গোষ্ঠীর মর্যাদা এবং সংরক্ষণের দাবিতে কাপু সম্প্রদায়ভুক্তের চাপা ক্ষোভ এদিন রণংদেহী রূপ ধারণ করে৷
দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনম রত্নাচল এক্সপ্রেস বেলা তিনটে কুড়ি নাগাদ টুনি রেলস্টেশনে দাঁড়িয়েছিল৷ কাপু সম্প্রদায়ভুক্ত বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে রেলস্টেশনে হামলা চালায়৷ তাদের হাতে রেলপুলিশের চার জওয়ান মারাত্মকভাবে আহত হন৷ বিক্ষোভকারীরা রত্নাচল এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিলে স্টেশনচত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অবশ্য রেল কর্তৃপক্ষের চটজলদি হস্তক্ষেপে রত্নাচল এক্সপ্রেসের অন্যান্য বগিগুলি আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়৷ শুধু তাই নয়, ঐ ট্রেনের যাত্রীদেরও নিরাপদস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়৷ তবে, ট্রেনটির ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে৷ রত্নাচল এক্সপ্রেসে আগুন লাগানোর পাশাপাশি ১৬নং জাতীয় সড়কও অবরোধ করে বিক্ষোভকারীরা৷ তাতে বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়া জাতীয় সড়কটি যানজটের কবলে পড়ে৷ অন্ধ্রপ্রদেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী ঘটনাস্থলে মোতায়েন করে৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনের উচ্চ আধিকারিকদের নিয়ে বিজয়ওয়াড়ার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন৷ তিনি পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে জনগণের সুরক্ষা দিতে নির্দেশ দেন৷
এদিকে, রেলওয়ে আধিকারিকরা কাপু নেতাদের সাথে বৈঠক করেন৷ পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ জানান৷ কারণ বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত ঘটনায় বিজয়ওয়াড়া রেল ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে৷ বহু স্টেশনে রেলগাড়ি দাঁড়িয়ে থাকে৷ দুর্ভোগের মুখে পড়েন রেল যাত্রীরা৷
এদিন, অন্য আরেকটি ঘটনায় বিক্ষোভকারীরা হামলা চালায় টুনি পুলিশ স্টেশনে৷ তাতে ছয়জন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হন৷ বিক্ষোভকারীরা বেশ কয়েকটি পুলিশের যানবাহনও ক্ষতিগ্রস্ত করেন৷ জানা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে৷
প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতায় এলে কাপু সম্প্রদায়কে পশ্চাৎপদ জাতি গোষ্ঠীর তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু৷ ক্ষমতা দখলের পর বেমালুম সে প্রতিশ্রুতি তিনি ভুলে গেছেন বলে অভিযোগ৷ এই দাবিতে কাপু সম্প্রদায়ভুক্ত বহুবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু তাদের পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর তালিকাভুক্ত করা এবং সংরক্ষণের ব্যবস্থার কোন উদ্যোগ নেয়নি অন্ধ্রপ্রদেশ সরকার৷ সম্প্রতি আন্দোলনের হুমকিও দিয়েছিল কাপু সম্প্রদায়ভুক্তরা৷ এরই ফলশ্রুতিতে রবিবার বিক্ষোভ আছড়ে পড়ে টুনি রেলস্টেশনে৷ কাপু সম্প্রদায়ের জনৈক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের দাবির যৌক্তিকতা রয়েছে স্বীকার করেও অন্ধ্রপ্রদেশ সরকার কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না৷ ফলে, দাবি আদায়ে এই পথ বেছে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ এদিকে, অন্ধ্রপ্রদেশের পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ সন্তুষ্টির বিষয়, সাধারণ জনগণের হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশ পুলিশ মহানির্দেশক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *