প্রস্তুতি প্রায় শেষ, ১৪ নভেম্বর দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

রায়পুর, ৯ নভেম্বর (হি.স.): প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, আগামী ১৪ নভেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত ছত্তিশগড়ের যশপুরে প্রয়াত দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন৷ ডক্টর ভাগবতের আগমনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এক লক্ষ অতিথির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রয়াত দিলীপ সিং জুদেওর বিজেপির প্রভাবশালী নেতা ছিলেন এবং তাঁকে যশপুর এলাকায় ঘর ওয়াপসি অনুষ্ঠানের জনক বলে মনে করা হয়।

গুজরাটের নর্মদা জেলার কেভাড়িয়ায় অবস্থিত ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা বিখ্যাত ভাস্কর রাম সুতার, দিলীপ সিং জুদেওর মূর্তি তৈরি করেছেন। সঙ্ঘের স্থানীয় আধিকারিকদের মতে, ১৩ নভেম্বর সন্ধ্যায় জশপুরে আসবেন সরসঙ্ঘচালক মোহন ভগবৎ। এই উপলক্ষে তিনি যশপুরে অনেক কর্মসূচিতে অংশ নেবেন। ১৩ নভেম্বর যশপুরে পৌঁছানোর পরের দিন, ১৪ নভেম্বর দুপুরে বীরসামুন্ডা চকে ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এখান থেকে একটি শোভাযাত্রা বের করা হবে, সেই শোভাযাত্রায় শহরের বাসিন্দাদের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের লোকজনও অংশ নেবেন।

শোভাযাত্রাটি বীরসামুন্ডা চক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঞ্জিতা স্টেডিয়ামের কাছে অনুষ্ঠানস্থলে পৌঁছাবে। ডক্টর ভাগবত দুপুর দু’টো নাগাদ রঞ্জিতা স্টেডিয়াম প্রাঙ্গনে দিলীপ সিং জুদেওর বিরাট মূর্তি উন্মোচন করবেন। এরপরে, মোহন ভাগবত বনবাসী কল্যাণ আশ্রম আয়োজিত আদিবাসী গর্ব দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন। অনুষ্ঠানটি দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *