ঝাড়গ্রামে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

ঝাড়গ্রাম, ৮ নভেম্বর ( হি. স.) : মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার বালিজুড়ি ক্যানেল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় মানুষজনেরা ক্যানেলের পাড় দিয়ে যাতায়াত করার সময় পচাগলা মৃতদেহটি ভাসতে দেখেন। এরপর জামবনী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা ফসকে ক্যানেলের জলে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেনি। যার ফলে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির গলায়, হাতে ও পায়ে লোহার বেড়ি লাগানো ছিল বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার জন্য পাশাপাশি থানা এলাকায় খবর পাঠিয়েছেন পুলিশ।