ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
ওয়াক ওভার পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। সবুজ সঙ্ঘ আসর থেকে নাম তুলে নেওয়ায়। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবার দুদলের ম্যাচটি ছিলো। কিন্তু রবিবার সবুজ সঙ্ঘের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্কুলে পরীক্ষা থাকায় দলের বেশ কয়েকজন ফুটবলার খেলতে পারবে না। তাই বাধ্য হয়েই আসর থেকে নাম তুলে নিচ্ছে সবুজ সঙ্ঘ। ওয়াক ওভার পাওয়ায় ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলো শুভেনজিৎ সিনহার স্পোর্টস স্কুল। এদিকে আজ হবে দুটি ম্যাচ। দুপুর সাড়ে ১২ টায় ত্রিপুরা পুলিস খেলবে নাইন বুলেটসের বিরুদ্ধে এবং দুপুর আড়াইটায় ত্রিবেণী সঙ্ঘ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে।
2022-11-07