হরিশ্চন্দ্রপুর, ৭ নভেম্বর (হি.স.) : মালদায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮০০ কর্মী। সোমবার প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তজমুল হোসেন। যোগদান কর্মসূচি থেকে বিরোধীদের একহাত নেন রাজ্যের মন্ত্রী। উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান বলে দাবি নেতৃত্বের।
এদিন ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদোল ঘাট সহ পার্শ্ববর্তী কয়েকটি বুথ থেকে প্রায় ৮০০ কংগ্রেস কর্মী যোগ দেন তৃণমূলে। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ সামাউনের নেতৃত্বে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী, প্রাক্তন সভাপতি হজরত আলি সহ অন্যান্য নেতৃত্ব।