শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে আরও মনোরম হয়ে উঠেছে ভূস্বর্গ, একইসঙ্গে বেড়েছে শীতের দাপটও। বিগত ২৪ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে বৃষ্টি ও তুষারপাত হয়েছে, আগামী শুক্রবার অবধি শুষ্কই থাকবে কাশ্মীর উপত্যকা। কাশ্মীরে উঁচু পাহাড়ে বিগত ২৪ ঘন্টায় ভালোই তুষারপাত হয়েছে, আপাতত ভূস্বর্গের আবহাওয়া এমনই থাকবে।
বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে কাশ্মীরে। সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ১.৬ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৪.৫ ডিগ্রি। লাদাখের দ্রাস এই মুহূর্তে জম্পেশ ঠাণ্ডায় কাঁপছে, লাদাখ এবং লেহ-তেও এখন ভালোই ঠান্ডা। সর্বত্র তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে।