নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সোনামুড়া মহকুমার তৈবান্দালের লালছড়া এলাকায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত মহিলার নাম লিলু বিবি৷ জানা যায়, ২০১১ সালের ১১ জুলাই সোনামুড়ার তৈবান্দাল গ্রামের লালছড়া এলাকায় লিলু বিবি তার স্বামী সাদেক মিয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল৷ হত্যাকান্ড সংগঠিত করে পরদিন সকালে পরিবার প্রতিবেশীদের জানিয়েছিল, কে বা কারা ঘরে ঢুকে তার স্বামীকে হত্যা করেছে৷ জানা যায়, লিলু বিবির সঙ্গে প্রতিবেশী নরুল ইসলামের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল৷ এরই জের ধরে স্বামীকে হত্যা করেছিল স্ত্রী৷ এব্যাপারে সোনামুড়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছিল৷ দীর্ঘ শুনানির পর সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শুভাশিষ শর্মা আজ এব্যাপারে রায় ঘোষণা করেন৷ এই মামলার রায়ে অভিযুক্ত স্ত্রী লিলু বিবিকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন৷ এই মামলার রায়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন৷ প্রসঙ্গত, তথ্যাভিজ্ঞ মহলের মতে সামাজিক অবক্ষয়ের ঘটনা ক্রমেই নজরে আসছে৷ তাতে দেখা গিয়েছে, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জেরে পরিবারগুলি ক্রমশ ধবংসের পথে যাচ্ছে৷
2016-01-31