নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ণ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত ব্যক্তির নাম স্বপন গোস্বামী৷ বয়স ৫০ বছর৷ মৃত ব্যক্তির বাড়ি পূর্ব আড়ালিয়া এলাকায়৷শুক্রবার সকালে পথচারীরা রাস্তার পাশে মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে৷ পূর্ব থানার পুলিশ এবং মহারাজগঞ্জ ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের মর্গে৷ মৃত ব্যক্তি মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় বুধবার তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন৷ তারপর আর বাড়ি ফিরে নি৷
2022-11-04