নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। গোটা ঘটনার তদন্তের আর্জি জানিয়ে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। আবেদনকারী জানিয়েছেন, এই বিপর্যয়ে কাদের গাফিলতি হয়েছে তা খুঁজতে এক অবসারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্ব কমিটি গড়া হোক। আগামী ১৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
গুজরাটের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ড এ বার গড়াল দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা শুনতে রাজি হয়েছে। ১৪ নভেম্বর হবে শুনানি। আবেদন করা হয়েছে, সেতু বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। সুপ্রিম কোর্ট ওই মামলাটি গ্রহণ করেছে। তার শুনানি হতে চলেছে আগামী ১৪ নভেম্বর।