নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ পূজা শেষেও চলছে চাঁদার জুলুম৷ চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় দোকানের কর্মচারী কে মারতে উদ্বত হল ক্লাবের কিছু বখাটে সদস্যরা৷ দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার সত্যতা৷ ঘটনার বিবরণে প্রকাশ, শান্তিরবাজার পূর্ব পাড়া দূর্গা পূজা কমিটির সদস্যরা প্রতিমা বিসর্জনের জন্য শান্তিরবাজারের ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে৷ সুগারমিল এলাকায় এক জুতোর শোরুমে গেলে কর্মচারী ৫০০ টাকা চাঁদা দেন৷ কিন্তু পূজা কমিটির সদস্যরা এত কম টাকা নিতে নারাজ৷ আরো বেশি টাকা দাবি করলে কর্মচারী দিতে রাজি না হওয়ায় দলবল নিয়ে তারা শো-রুমে ঢুকে গালিগালাজ শুরু করে দেয়৷ এমনই অভিযোগ কর্মচারীর৷ এমকি বিভিন্ন ধরণের হুমকি দেয়৷ কর্মচারীকে মারতেও এগিয়ে আসে৷ দোকানের বাইরে আলোকসজ্জা এবং বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ওই ক্লাবের সদস্যরা৷ গোটা ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে৷ ঘটনার বিবরণ দিয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই৷
2022-10-08