নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত পড়শি কাকাকে জনতা আটক করে পুলিশের হাতে তোলে দিন৷ অভিযুক্তের নাম আহাদ মিঞা৷ বাড়ী আগরতলা পূর্বথানাধীন চন্দ্রপুর এলাকায়৷ উল্লেখ্য কি তিন মাস পূর্বে আগরতলা চন্দ্রপুর এলাকার নাবালিকা যুবতী দুপুর বেলায় আহাদ মিঞায় বাড়ী গিয়ে পুকুরে স্নান করতে যাচ্ছিল৷ সেই সময় আহাদের বাড়ীতে কেউ ছিলনা৷ সেই সুযোগে নাবালিকা মেয়েটিকে ডাক দিয়ে ঘরে ঢুকিয়ে নেয় এবং মেয়েটিকে ধর্ষণ করে৷ পরে মেয়েটির চিৎকার শুনে মেয়ের বাড়ির ও আশাপাশের লোকজন আহাদের বাড়ীতে ছুটে আসে৷ সেই সময় আহাদ পালিয়ে যায়৷ পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে আগরতলা মহিলা থানায় মামলা দেওয়া হয়৷ মামলা নম্বর ৫৪/১৫৷ মামলা হয় ৩৭৬ ধারায়৷ দীর্ঘ তিন মাস ধরে পুলিশ অভিযুক্ত ধর্ষক আহমেদ মিঞাকে খুজে পায়নি৷ সোমবার বিকেলে মেয়ের কাকা বাবুল মিঞা দেখতে পায় তেলিয়ামুড়া চাকমা ঘাট এলাকার একটি হোটেলে আহমেদ ভূড়িভূজ করছে৷ বাবুল মিঞা পেশায় গাড়ী চালক৷ আর সেই সুময় সেও একই হোটেলে খাবার খেতে যায়৷ আহমেদ মিঞাকে দেখে চিনতে পারে৷ পরে এলাকাবাসীদের সহযোগিতায় আহমেদকে আটক করে গনধোলাই দিয়ে বেধে পুলিশে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানার নিয়ে আসে৷ এদিকে থানার পক্ষ থেকে মহিলা থানার যোগাযোগ করা হয়৷
2016-01-19