নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ চাকুরি পেতে গেলে সরকারকে চাপে রাখতে হবে৷ বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ টেট পাশ ছাত্র ছাত্রীদের নিয়োগ নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তাদের পুজার আগেই নিয়োগ হওয়ার কথা, তবে এখনো নিয়োগ করা হয়নি৷ বেশ কয়েকজন অফার লেটার পেয়েছেন৷ তারা সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে৷ তাই সরকার বাধ্য হয়েছে তাদের চাকুরি দিতে৷ এখন কবে নাগাদ তারা প্রত্যেকে কাজে যোগদান করেন সেটাই দেখার৷ তবে চাকুরি পেতে গেলে সরকারের উপর চাপ বজায় রাখতে হবে৷
2022-10-01