শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর জোনের এডিজিপি জানিয়েছেন, বারামুল্লায় এনকাউন্টারে নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। দুই জঙ্গি স্থানীয়। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকার ইয়েদিপোরায় এই এনকাউন্টার চলে।
অন্যদিকে, জাম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলাতেও সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে সুরক্ষা বাহিনীর। শোপিয়ানের চিত্রগাম এলাকায় চলছে গুলির লড়াই। সন্ত্রাসবাদীরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি টের পাওয়ার পর শুক্রবার ভোর থেকে বারামুল্লা ও শোপিয়ানে তল্লাশি অভিযান চালানো হয়।