বাজারিছড়া (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : এবার প্রথম বারের মতো করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত ইচাবিল গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর সাত নম্বর ওয়ার্ডের নতুন লাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বজনীন দুর্গাপূজা।
এ ব্যাপারে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এলাকার সনাতনিদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এখানে এবার প্রথম বারের মতো দুর্গা পূজার আয়োজন করা সম্ভব হয়েছে। এতে বিশেষ করে স্থানীয় নতুন লাইন, পিপলাপুঞ্জি লাইন ও পুটিয়াখাল লাইনের জনগণ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের পুজোর বাজেট মাত্র দুই লক্ষ টাকা। মণ্ডপটি একটি কাল্পনিক মন্দিরের ধাঁচে তৈরি করা হচ্ছে। প্রতিমা প্রস্তুত করছেন রাঙামাটির এক মৃৎশিল্পী।
ক্ষুদ্র পরিসরে ও ন্যূনতম বাজেটে পূজার আয়োজন করা হলেও এখানে পূজার দিনগুলোতে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। মহানবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। দুর্গা পূজার পর এখানে পর্যায়ক্রমে লক্ষ্মী পূজা ও কালী পূজাও অনুষ্ঠীত হবে। সব মিলিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পূজার কয়টা দিন উদযাপন করা হবে। বাহারি সাজসজ্জার চেয়ে এই পুজোয় সাত্বিকতাকেই প্রাধান্যে দেওয়া হবে। পুজোয় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে শ্যামবিহারী কোহার, উত্তম রবিদাস, শালিকরাম কোহার, রমাকান্ত গোয়ালা, উত্তম পাসিরা।

