সিঙ্গুর, ১৬ জানুয়ারি (হি.স.): সিঙ্গুর থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য| শনিবার সিঙ্গুর থেকে শালবনি পর্যন্ত বাম শ্রমিক সংগঠনের মিছিলের সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি কংগ্রেসকে জোট বার্তাও দিলেন বুদ্ধদেব| বললেন, `আসুন, জোট বাঁধুন| বুঝিয়ে দিই, এই লড়াইতে আমরা একা নই|’
এদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, `তৃণমূলকে সরাতেই হবে| সব দলকেই ভাবতে হবে সে কথা| আমরা কংগ্রেসকেও বলছি| আপনারা কোন দিকে? এই লড়াইতে আপনারা কোন দিকে? আসুন, জোট বাঁধুন| আসুন, আমরা বুঝিয়ে দিই আসন্ন লড়াইতে আমরা একা নই| এই সরকারকে আমরা সরাবই|’
মিছিল প্রসঙ্গে বুদ্ধদেব এ দিন বলেন, `এই মিছিল প্রতিবাদের মিছিল| অন্যায়ের প্রতিবাদ| ভয়ঙ্কর অন্যায় হচ্ছে পশ্চিমবাংলায়| আমরা রোজ পিছিয়ে যাচ্ছি| ছেলেমেয়েদের কাজ নেই| পাঁচ বছরে একটাও কারখানা হয়নি| স্কুলে-কলেজে-মাদ্রাসায় চাকরি নেই| পশ্চিম বাংলার এত খারাপ অবস্থা কোনও দিন হয়নি| সারা দেশের মানুষ এখন পশ্চিমবাংলার দিকে তাকিয়ে হাসছে|’ এর পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ বর্তমান মুখ্যমন্ত্রীকে| বললেন, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না| মুখ্যমন্ত্রী বলছেন, ও সব কী আছে? বেকাররা তোমরা মুড়ি ভাজো| তেলেভাজা ভাজো| ঠাট্টা হচ্ছে! এ কী মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দেওয়া উত্সব-মেলার সরকারি সংস্কৃতিকেও বুদ্ধ এ দিন তীব্র আক্রমণ করেন| তাঁর কথায়, বেকারের পেটে ভাত নেই| আর রোজ উত্সব হচ্ছে| কিছু বললেই বলছে, আমরা মজা করব না? বেকাররা কাজ পাচ্ছে না, আর আমরা মজা করব! মেলা আর উত্সব বন্ধ করার পরামর্শ দিয়ে বুদ্ধ বলেন, মা-মাটি-মানুষের যাত্রাপালা বন্ধ কর| সমাবেশে হাততালির রোল ওঠে|
2016-01-16