ইমফল, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্য পুলিশের সহযোগিতায় মণিপুরের বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকা থেকে পিপল লিবারেশন আৰ্মি (পিএলএ)-র এক সক্ৰিয় ক্যাডারকে আটক করেছে আসাম রাইফেলস।
আজ রবিবার আসাম রাইফেলস-এর সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশ কমান্ডোদের সাথে আসাম রাইফেলস-এর লোকতাক ব্যাটালিয়ন শনিবার একটি অপারেশন চালিয়ে বিকেলের দিকে এক পিএলএ ক্যাডারকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর ওই ব্যক্তিকে অধিকতর তদন্তের জন্য নিকটস্থ ফৌবাকচাও থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে নির্দিষ্ট ধারায় গ্রেফতার করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আসন্ন দুর্গোৎসবের মরসুমে কট্টর সক্রিয় এক জঙ্গিকে গ্রেফতারকে এই অঞ্চলে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কেননা, সাম্প্রতিককালে এই গোষ্ঠীর দ্বারা আইইডি হামলার বহু ঘটনা সংগঠিত হয়েছে।
গ্রেফতারকৃত পিএলএ ক্যাডার বিভিন্ন অন্ধকার জগতের সাথে জড়িত। তার বিরুদ্ধে যুবকদের উগ্রপন্থী সংগঠনে নিয়োগ এবং অঞ্চলের স্থানীয় জনগণের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবরে জানা গেছে।
প্রসঙ্গত গত আগস্টে আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশের পৃথক অভিযানে পিএলএ-র সাত ক্যাডারকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছিল।