নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকায় ব্রাউন সুগার সহ চার যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের কাছ থেকে বেশ কিছু সংখ্যক সিরিঞ্জ উদ্ধার হয়েছে৷ জানা যায় মাইগঙ্গা এলাকায় ঐ চার যুবক নেশা করার উদ্দেশ্যে অবস্থান করছিল৷ তাদের আনাগোনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণের মধ্যে সন্দেহ দানা বাধতে শুরু করে৷ এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় লোকজনরা তাদেরকে আটক করে৷ তাদের কাছ থেকে ব্রাউন সুগার এবং সিরিঞ্জ উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নেশাখোরদের উৎপাতে এলাকার পরিবেশ প্রতিনিয়ত কলুষিত হচ্ছে৷ স্থানীয় যুবসমাজও নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ যুব সমাজকে নেশার কবর থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ এলাকায় যাতে নেশাখোর এবং নেশা কারবারীরা অবস্থান করতে না পারে সেদিকে স্থানীয় ক্লাব ও সচেতন নাগরিকদের সবসময় নজর রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে৷
2022-09-25