রংজুলি রিজার্ভ ফরেস্টে জবরদখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদ অভিযান

গোয়ালপাড়া (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত রংজুলি রিজার্ভ ফরেস্টে জবরদখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

গৌহাটি হাইকোর্টের এক আদেশের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল থেকে রংজুলি রিজার্ভ ফরেস্টের অধীনে বন বিভাগ গণেশজুলিতে উচ্ছেদ অভিযান চালায়। বন্য প্রাণী, বিশেষ করে বন্য হাতিদের প্রাকৃতিক আবাসস্থল বজায় রাখার জন্য যে কোনও অবৈধ দখল থেকে বনভূমিতে উচ্ছেদ অভিযান চালায় বন দফতর।

এদিন সকাল থেকে রংজুলি ও ধূপধারার বনকর্মীর এক দল দেওশিলা ও আঠিয়াবাড়ি সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে কৃষি খামার থেকে দখলদারদের বাড়িঘর ভেঙে দেওয়ার পাশাপাশি এলাকা থেকে একটি ট্র্যাক্টর, কৃষি সরঞ্জাম, সার, সোলার প্লেট, ফায়ার টেন্ডার সহ বিপুল পরিমাণ জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।

উল্লেখ্য, গণেশজুলি গ্রামে বেদখলকারীরা বনভূমি দখল করে এলাকায় চাষাবাদ শুরু করে। অন্যদিকে, সংরক্ষিত দুটি বনাঞ্চলে অনেকে অবৈধভাবে বনভূমি দখল করে চা, রবার চাষ ছাড়াও কয়লা বাণিজ্য চালিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *